• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শীর্ঘই ছাতক পৌরসভায় বন্ধ হচ্ছে অটোরিকশা ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২
শীর্ঘই ছাতক পৌরসভায় বন্ধ হচ্ছে অটোরিকশা ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল

 

ছাতক প্রতিনিধি: ছাতকে বন্ধ হচ্ছে অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল। পৌরসভার পক্ষ থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করে বলা হয়েছে ৩১ জানুয়ারির মধ্যে স্বেচ্ছায় অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা শহর থেকে উঠিয়ে নিতে হবে। অন্যতায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে মালিক ও চালকদের বিরুদ্ধে। সরকারি ভাবে চলাচল নিষিদ্ধ ঘোষিত অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশার কারনে ছাতক শহরে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। যানজট লেগেই আছে পশ্চিম বাজার, খেয়াঘাট, ট্রাফিক পয়েন্ট ও মহা প্রভুর আখড়া এলাকায়। এদিকে শিশু শ্রমিকদের হাতে তুলে দেয়া হয়েছে অটোরিকশা। ফলে এখানে দুর্ঘটনার প্রধান কারন হয়ে দাড়িয়েছে অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা। ছাতক পৌরসভার ট্রাফিক পয়েন্টে, পশ্চিম বাজার, বৌলা,নোয়ারাই,ফকির টিলা,কুমনা, লাফার্জ হাজীবাজারসহ বিভিন্ন এলাকায় র‍য়েছ বেশ কয়েকটি স্ট্যান্ড। এ সব স্ট্যান্ড থেকে কয়েক শ ইজিবাইক, অটোরিকশা বিভিন্ন গন্তব্যে চলাচল করছে। ছড়িয়ে ছিটিয়ে শহরে রয়েছে আরো কয়েক শ ব্যাটারি চালিত রিকশা। সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যেন ছাতক শহরটি একটি যানজটের শহরে পরিণত হয়। বিগত দিনে পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে এসব অবৈধ যানগুলো আটক করা হতো। বর্তমানে এ চিত্র আর দেখা যায় নি। দিন দিন শহরে অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেড়েই যাচ্ছে। আর জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। পৌরসভার বর্তমান পদক্ষেপ সফল হলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দা মন্তব্য করেছেন।