সারওয়ার হোসাইন:ছাতক উপজেলা এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট ইউকে’র ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৬ শে ফেব্রুয়ারি অত্যন্ত প্রানবন্ত পরিবেশে ইষ্ট লন্ডনের ১১০-হোয়াইটচ্যাপেল রোডে একটি হলে ছাতক উপজেলা এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট ইউ,কে’র আহ্বায়ক জনাব জামাল উদ্দীন মকদদুছ সাহেবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জনাব মনচব আলী জেপি, ছানাওর আলী কয়েছ ও ব্যারিস্টার শাহ মিছাউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৪৯ সদস্য বিশিষ্ট ২০২৪-২০২৬ কমিটি গঠন করা হয় ।

কমিটিতে সভাপতি জামাল উদ্দীন মকদদুছ সহ-সভাপতি, আহবাব মিয়া (ইন্সপেকটর অব পুলিশ,অবঃ), সহ-সভাপতি আছদদর আলী,সহ-সভাপতি নূরুজজামান জামাল, সাধারন সম্পাদক মনচব আলী জেপি  যুগ্ম সাধারন সম্পাদক মোংছানাওর  আলী কয়েছ ও ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান,কোষাধ্যক্ষ এডভোকেট আমীর উদ্দিন , সহকারী কোষাধ্যক্ষ মোঃ মোশাহিদ আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম সুফিয়ান সহ সদস্য হিসেবে জনাব আবদুল মালিক কুঠি,মোঃমজির উদ্দীন ,জরীফ উল্লাহ,এমদাদুল হক,মিঠু চৌধুরী,খসরু খাঁন,সরোয়ার হোসেন সূজন,তাহিরুল ইসলাম (আবু তাহের)সবুজ মিয়া,জাহির আলী,আবদুল হান্নান ,মোহাম্মদ এমদাদুর রহমান (মুহিদ মিয়া)আবদুল মালিক,বশীর আহমদ,ফারুক আহমদ,ফারুক মিয়া ,জনাব মকসুদ আহমদ,দিলবর আলী,তফজ্জুল আলী,সৈয়দ কমর আলী,মোঃ নজির উদ্দীন,মোঃ আমীর হোসেন,জনাব আলা উদ্দীন ,জুবের আহমদ(ফখর),জনাব মাহমদ আলী,ডাঃআবদুল হাসিম,শাহ আবদুল গনি ( সাবেক চেয়ারম্যান),মাজহার আলী (গয়াছ,) মোঃ নূর উদ্দিন, জনাব আবদুল করিম নানু,আনোয়ার আলী,মোংআনছার আলী,মোংছানা মিয়া (জাহাংগীর),মোংআবুল বশর,কামরুল ইসলাম,ময়না মিয়া, মোসামমৎ আয়েশা খানম, মোঃ মহিব উদ্দীন কে নির্বাচিত করা হয় ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন জনাব জরীফ উল্লাহ। উপস্তিত ট্রাস্টিদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন জনাব জামাল উদ্দীন মকদদুছ,জনাব মনচব আলী, আহবাব মিয়া,জনাব আছদদর আলী,মোংছানাওর আলী কয়েছ,ব্যারিষটার শাহ মিসবাউর রহমান,এডভোকেট আমীর উদ্দীন ,আব্দুর রাজজাক,আবদুল মালিক কুঠি,মোশাহিদ আলী,জনাব জরীফ উল্লাহ ,জনাব নুরুজজামান জামাল,ছয়ফুল আলম সুফিয়ান,আব্দুর রাজ্জাক,ফারুক মিয়া,ফারুক আহমদ, দিলবর আলী,সবুজ মিয়া ও তফাজ্জুল আলী সহ অনেকেই।

সভায় ট্রাস্টের পূর্ববর্তী ঘোষনা মোতাবেক ছাতকের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত যুব সমাজের মেধার বিকাশ ও বেকারত্ব দূরীকরনে অতিশীঘ্রই কারিগরী এডুকেশনাল ভকেশনাল ইনষ্টিটিউট প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রম শুরুর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং সভার পক্ষ থেকে যুক্তরাজ্যে এবং বাংলাদেশে এ প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা  ও ট্রাস্টের সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।