• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইজারাকে কেন্দ্র করে ছাতকের জাউয়া বাজারসহ তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৪
ইজারাকে কেন্দ্র করে ছাতকের জাউয়া বাজারসহ তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের ছাতক উপজেলার “জাউয়া বাজার” ইজারাকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে আইন শৃঙ্খলার মারত্বক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা থাকায়
সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) এ আদেশ জারি করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না।

২০ এপ্রিল ২০২৪ ইং তারিখ সকাল ৬ ঘটিকা হতে রাত ১২ ঘটিকা পর্যন্ত জাউয়া বাজার এলাকা ও তার আশ পাশের এলাকায় ফৌজধারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়।
এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ৫ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।