• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সাহেল জেল হাজতে

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১
ছাতকের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সাহেল জেল হাজতে

ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা, উপজেলা নির্বাহী অফিসারকে অবরুদ্ধ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করে সমালোচিত হওয়া ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

২০১৭ সালের ১৭-মে হাওর রক্ষা বাধঁ নির্মাণ কাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ৫০মিনিট ফেসবুক লাইভে গালিগালাজ করেন সাহাব উদ্দিন মো. সাহেল।

এঘটনায় ছাতক থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নং (১৫) দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ছাতক থানায় পুলিশ এসল্টসহ আরও দুটি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে সাহাব উদ্দিন মো. সাহেলকে দুই বছরের সাজা দেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়ে শ্রীঘরে যান আলোচিত সাহেল চেয়ারম্যান।