• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টিএ সুলেমানের কবিতা ‘অকৃতজ্ঞ’

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৬, ২০২১
টিএ সুলেমানের কবিতা ‘অকৃতজ্ঞ’

অকৃতজ্ঞ
-টিএ সুলেমান

প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম
তোমায় ভুলবো না
ভোলার পথও নেই
যেদিকে তাকাই সেদিকেই তুমি!

উপরে তাকালে আকাশ
মনে প্রশ্ন জাগে–
খুটাহীন বিশাল আকাশ শূন্যে স্থিরময় অবস্থান
কার ইশারায়?
উত্তরে খুঁজে পাই তোমাকে।

নিচে তাকালে জমিন
মনে প্রশ্ন জাগে–
এ বিশাল জমিন কোনো বাধা ছাড়াই আমাকে নিত্য ঠাঁই দিচ্ছে তার বক্ষদেশে,
কার ইশারায়?
উত্তরে খুঁজে পাই তোমায়।
আমার ডানে-বাঁয়ে রয়েছে এমন হাজারও উদাহরণ।

তোমার কাছে এমন যৌক্তিক বক্তব্য দিয়ে এসেছিলাম পৃথিবী নামক জঞ্জালের এই মহড়ায়।

কিন্তু আজ!?
আকাশ দেখি ঠিকই, জমিন দেখি ঠিকই–
অসংখ্য উদাহরণ দেখি ঠিকই
কিন্তু একবারও চিন্তা করি না
এরা কার হুকুমে নিজ–নিজ অবস্থানে সীমাবদ্ধ!
চতুর্দিকে মোহের চৌকাঠ লাগিয়ে ভুলে গেছি প্রতিশ্রুতির কথা,
ভুলে গেছি আমার প্রকৃত কার্যাবলী,
হ্রাস পেয়ে গেছে আমার শুদ্ধ– সঠিক চিন্তাশক্তি।

আশ্চর্য!
আমি সৃষ্টির সেরা জীব অথচ অকৃতজ্ঞ।