• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লেখকরাই সাহিত্য বাগানের পাখি -আবদুল হামিদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১
লেখকরাই সাহিত্য বাগানের পাখি -আবদুল হামিদ মানিক

বিবিএন ডেস্ক: কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আসর কোভিড-১৯ এর কারণে দীর্ঘবিরতির পর আজ বৃহস্পতিবার কেমুসাসে শুরু হয়েছে।

সাহিত্য আসরে আগত নবীন-প্রবীন লেখকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কেমুসাসের সাধারণ সম্পাদক বিশিষ্ট গবেষক আবদুল হামিদ মানিক বলেন, লেখকরাই মূলত সাহিত্য বাগানের পাখি। সাহিত্য নামক বাগানে লেখকদের পদচারনা যত বৃদ্ধি পাবে সমাজ তত সমৃদ্ধ হবে।

কেমুসাসের ১০৮৫তম সাপ্তাহিক সাহিত্য আসর গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২১) সন্ধ্যায় সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের পরিচালনায় অনুষ্ঠিত আসরে বিশেষ অতিথির আলোচনা রাখেন সংসদের কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, কার্যকরি পরিষদ সদস্য ও বিশিষ্ট ছড়াকার জগলু চৌধুরী। পঠিত লেখার উপর আলোচনা করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, ছড়াকার কামরুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গল্পকার সাহেদ হোসাইন ও কবি আমেনা শহীদ চৌধুরী মান্না। আসরে লেখাপাঠ করেন কামাল আহমদ, আবুল কালাম আজাদ, মোঃ সাজিদুর রহমান, মোঃ ওয়ালি উল্লাহ, কুবাদ বখত চৌধুরী রুবেল, জীম হামযাহ, জুবের আহমদ সার্জন, জুনায়েদুর রহমান, মোঃ বাহা উদ্দিন বাহার, শাহিনা জালালী পিয়ারা, আয়শা মুমিন, মোঃ আমির আলী, আব্দুল মোমিন, আখলাক হুসাইন, শামস মাহবুব, সৈয়দ আলতাফ হোসেন খলকু, মোঃ আব্দুর রব, সাদিক হোসেন এপলু, মনজুর মোহাম্মদ, আলিম, মুয়াজ বিন এনাম ও সৈয়দ কামরুল হাসান ও মোঃ লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার জুবায়ের নাবিল। এখন প্রতি বৃহস্পতিবার সাহিত্য সংসদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।