• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এম আর বিপ্লব -এর কবিতা আধিপত্যের আস্তাবলে

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২২
এম আর বিপ্লব -এর কবিতা আধিপত্যের আস্তাবলে

আগ্রাসনের আগরতলায় আরশোলাদের আকাশবাণী
আয়ুর্বেদিক আয়ুষ্কালকে
আঙিনাতেই গেড়ে দিল,
আউলিয়াদের আরশিনগর আত্মরক্ষার আকালজ্বরে
আজাজীলের আকিদাতে
আকামতটা ছেড়েই দিল৷

আশার আশে আশার আলয় আশাহত আসমানীদের
আগুনঝরা আঁখিপাতে
আয়নামতি ডুবেই গেল,
আত্মবিমুখ আবাবীলরা আগুয়ানদের আকাঙ্ক্ষাতে
আততায়ীর আলোকনন্দায়
আত্মাহুতি দিয়েই দিল৷

আদাবরদের আইন আদালত আলাউলদের আদর্শকে
আচারীদের আশকারাতে
আপত্তিকর করেই দিল,
আধুনিকদের আলোকনন্দায় আণবিকরা আচড়কাটে
আলহাজ্বেরা আঁধারঘরে
আতরগোলাপ মেখেই গেল৷

আগমনীর আকাশগঙ্গায় আজরাঈলের আগলভেঙে
আভরণের আগামীকাল
আগলাবে কে রক্ত চোখে?
আজাদীদের আলহামরাতে আগন্তুকদের আতশবাজী
আকারিবরা আতরজলে
আখিরাতের গন্ধ শুকে!

আত্মভোলার আউলাকেশে আশীর্বাদের আঁজলাভরে
আরাধনার আবে-হায়াত
আবর্জনায় ফেলবে যত,
আস্ফালকদের আলিঙ্গনে আপোষহীনদের আল্পনাকে
আধিখ্যেতার আখবারেতে
আন্দোলিত করবে তত!

আধিপত্যের আস্তাবলে আদিবাসীর আন্দোলন আজ
আহাজারির আঁতুড়ঘরে
আর্তনাদের অশ্রু ফেলে,
আমলাতন্ত্রের আলমারিতে আমজনতার আমলনামা
আপ্যায়নের আলোচনায়
আজন্মকাল চেয়ার ঠেলে৷

আচ্ছন্নতার আলজাজিরায় আবীরমাখা আবিষ্কারকে
আকুলচিত্তে আমন্ত্রিবে
আপনপর কেউ রাজী হয় না,
আইয়্যামীদের আইডিয়াতে আওলাদেরা আত্মবিভোর
আওরঙ্গদের আওয়াজে আর
আলোড়নের তুফান হয় না৷

আত্মভীতির আবহাওয়াতে আসমানেও আষাঢ় আসে
আকাশচুম্বি আত্মত্যাগের
আস্তরনও ভেঙে পড়ে,
আলোকবর্ষের আদ্রতাতে আকাশ-পাতাল আবাদিলে
আঁধারবন্দী আলেয়াও
আলোকিত হিস্ট্রি গড়ে৷