• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক পৌর নির্বাচনে ৩ নাম্বার ওয়ার্ডে যুবসমাজের পছন্দের প্রার্থী কাওছার চিশতী এগিয়ে

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২১
ছাতক পৌর নির্বাচনে ৩ নাম্বার ওয়ার্ডে যুবসমাজের পছন্দের প্রার্থী কাওছার চিশতী এগিয়ে

ছাতক প্রতিনিধি :ছাতক পৌর নির্বাচনে ৩ নাম্বার ওয়ার্ডে যুবসমাজের পছন্দের প্রার্থী কাওছার চিশতী এগিয় রয়েছেন ।মাদক ও চাঁদাবাজি মুক্ত এলাকা গড়ে তুলতে কাওছার চিশতীর বিকল্প নেই এই ওয়ার্ডে। এমনটাই সাধারণ ভোটারদের ভাবনা।গত বুুুধবার প্রচারণার শেষ দিনের প্রচার মিছিলে দলমত নির্বিশেষে নারী পুরুষ রাস্তার দুপাশে দাড়িয়ে কাওছার চিশতীকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন ধন্য করেছেন। মিছিল শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মঈনুল ইসলাম ।শাহেদ ও মুওার আলীর পরিচালনায় বওব্য রাখেন মফিজ আলী, ইকবাল চিশতী, জমির আলী, শামসুল ইসলাম কবির, আনোয়ার আলী, গোলাম মস্তফা, ফরিদ আলী টেনাই সহ প্রমুখ ।বক্তারা কাওছার চিশতীর টেবিল ল্যাপ মার্কা ভোট দিয়া জয়যুও করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।দলমত নির্বিশেষে কাওছার চিশতীকে সমর্থন করায় সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।