• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জেরুজালেম শুধুমাত্রই আমাদের শহর; এই শহরই আমাদের প্রথম কিবলা: এরদোগান

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২, ২০২০
জেরুজালেম শুধুমাত্রই আমাদের শহর; এই শহরই আমাদের প্রথম কিবলা: এরদোগান

বিবি এন নিউজঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আল কুদ্‌স শহর বা জেরুসালেমকে “আমাদের শহর” বলে অভিহিত করেছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) তুর্কি আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন।

এ সময় এরদোগান বলেন, “এই শহর থেকে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় অশ্রুসিক্ত হয়ে চলে যেতে হয়েছিল। তবে উসমানী খেলাফতের প্রতিরোধ এখনো খুঁজে পাওয়া সম্ভব। সুতরাং জেরুজালেম আমাদের শহর, শুধুমাত্রই আমাদের। এই শহরেই আমাদের প্রথম কিবলা। আল-আকসা আমাদের বিশ্বাসের মসজিদ।”

এরদোগান এ সময় ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন জানিয়ে বলেন, “প্রতি ক্ষেত্রে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকারে মত প্রকাশের জন্য আমরা আমাদের দেশ ও জাতির পক্ষে সম্মানের বিষয় হিসাবে বিবেচনা করি।