• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকের গর্বিত সন্তান তাতিকোনা মহল্লার ডা.শাখাওয়াত হোসেন রাহী

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
ছাতকের গর্বিত সন্তান তাতিকোনা মহল্লার ডা.শাখাওয়াত হোসেন রাহী

ছাতক প্রতিনিধি:ছাতকের ডা. শাখাওয়াত হোসেন রাহী,এম বি বি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস এবং সিএইচ এমসি ফাইন্যাল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ছাতকের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

ডা.শাখাওয়াত হোসেন রাহী,এমবিবিএস,সিএইচএমসি
ছাতক পৌর সভার তাতিকোনা মহল্লার বাসিন্দা ছাতক সাবরেজিষ্ট্রার অফিসে দলিল লিখক ও বিএনপি নেতা আব্দুল আউয়াল এর পুত্র।