• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট বিমানবন্দরে সংবর্ধিত হলেন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী রুহুল আমীন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩
সিলেট বিমানবন্দরে সংবর্ধিত হলেন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয় জাপাসহ রুহুল আমীন ফাউন্ডেশন। এসময় জাতীয় পার্টি ছাতক উপজেলা নেতা আবুল খায়ের, মোহাম্মদ গিলমান, সফিকুর রহমান, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, সহ সাধারণ সম্পাদক, সাইদুর রহমান শাহিদ, অফিস সম্পাদক আশিক আহমদ, সদস্য মহিম উদ্দিন, হুসাইন আহমদ, ওলিউর রহমান, শিহাব আহমদ, মাহবুব, রেদওয়ান, আতিক, জাকির হুসাইন, কলিম উদ্দিন, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১২ নভেম্বর লন্ডনের একটি ফ্লাইটে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এ কয়দিন তিনি পার্টির হাইকমান্ডের সাথে সৌজন্য সাক্ষাত করেন মনোনয়নের জন্য।

রুহুল আমীন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার এবং রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ছাতক উপজেলার জাতুয়া গ্রামের মরহুম ছৈদ আলীর পুত্র সমাজসেবী ও শিক্ষানুরাগী রুহুল আমীন ২০০৬ সালে আম প্রতীক নিয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ২০১৮সালে তিনি জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছিলেন দিরাই-শাল্লা আসনে। জোটগত কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।