• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

একই সময়ে আওয়ামীলীগ বিএনপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জ উত্তপ্ত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৩
একই সময়ে আওয়ামীলীগ বিএনপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জ উত্তপ্ত
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: পদ যাত্রার নামে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার সকাল ১১  টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির ডাকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১  আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট আলী আমজদ, এডভোকেট রইছ উদ্দিন আহমেদ, এডভোকেট অবনী মোহন দাস; রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, এডভোকেট আব্দুল করিম, সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার মঞ্জু, এড‌ভো‌কেট আজাদুল ইসলাম রতন, এডভোকেট কল্লোল তালুকদার চপল, সুয়েব চৌধুরী জুবের আহমদ অপু এহসান আহমদ উজ্জ্বল, দিপংঙ্কর কান্তি দে সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।  এর আগে বিভিন্ন স্হান থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশে যোগ দেয়।
এদিকে একই সময়ে জেলা শহরে বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সুনামগঞ্জ শহর বেশ উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর লোকজন ও বেশ সতর্ক অবস্থায় ছিল । আওয়ামীলীগের শান্তি সমাবেশ চলাকালে ঠিক পাশ দিয়েই বিএনপির পদ যাত্রার মিছিল চলে যায়। তবে শেষ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে  বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি।
আজ শনিবার সকাল ১১  টায় শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা বের করে।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা।

পরে শহরের হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিএনপির পদযাত্রা কর্মসূচি।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, নাদির আহমদ, রেজাউল হক, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।