• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে নোয়ারাই পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৮, ২০২২
ছাতকে নোয়ারাই পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি: ছাতক পৌর সভার বৃহত্তর নোয়ারাই পঞ্চায়েত  কমিটির পক্ষ থেকে দুস্হ ও বন্যায় ক্ষতিগ্রস্হ প্রায় ১৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ কমিঠির সভাপতি নোয়ারাই গ্রামের প্রবীন মুরব্বী জনাব আজির মিয়া চিশতী ও সহ সভাপতি জনাব আব্দুল মোমিন চৌধুরী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

এসময় আর ও উপস্হিত ছিলেন কমিটির সদস্য জনাব আখলুছ আলী,জনাব আখলুছ মিয়া তালুকদার,জনাব ফয়জুর রহমান,নোয়ারাই বাজার মসজিদের পেস ঈমাম মাও ওসমান গনি সাহেব জনাব শামছুর রহমান শামছু,জনাব মাওঃআবুল কালাম,জনাব আকল আলী,জনাব কমর আলী,জনার আজমত আলী।