• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুই দিনের মধ্যেই সকল পিআইসির কাজ শুরুর নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪
দুই দিনের মধ্যেই সকল পিআইসির কাজ শুরুর নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন গত ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। পরবর্তীতে হাওরের পানি সরে না যাওয়া. পিআইসি গঠনে বিলম্ব. এবং জাতীয় নির্বাচন সহ অন্যান্য কারণে জেলার অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। আগামী দুই দিনের মধ্যেই সকল হাওরের পিআইসি গঠন ও কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক মনিটরিং জোরদার করার ও আহবান জানান। মনিটরিং নিয়মিত করলে কেউ কাজে কোন গাফিলতি বা অনিয়ম করতে পারবে না। যথাযথ ভাবে এবং গুণগত মান বজায় রেখেই বাঁধের নির্মাণ কাজ করার ও আহবান জানান।  অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করতে হবে এতে যদি কোন চাপ আসে তাহলে জেলা কমিটির সদস্য দের সহযোগিতা নেয়ার ও পরামর্শ প্রদান করেন। যত দ্রুত সম্ভব অর্থ ছাড় করার আহবান জানান। সকলে মিলেই আমরা এ বছর জেলার সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সুষ্ট ভাবে এবং স্বচ্ছতার সাথেই করতে চাই।
১৪ জানুয়ারি রবিবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের মনিটরিং ও বাস্তবায়ন জেলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।  সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মো মামুন হাওলাদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিডিএলজি দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিম. পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ২ মোহাম্মদ সামসুদ্দোহা. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম. বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ. আবু সুফিয়ান. হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়. সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু ইউএনও. এস ও সহ অন্যান্য কর্ম কর্তা গণ ।