• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাঙামাটির বিলাইছড়ির অগ্নিদূর্গত ৪০ দোকানিকে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত মে ১০, ২০২৩
রাঙামাটির বিলাইছড়ির অগ্নিদূর্গত ৪০ দোকানিকে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান

 

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

জেলার দূর্গম উপজেলা বিলাইছড়ির ক্যাংরাছড়ি বাজারের বসতবাড়িসহ অগ্নিদূর্গত ৪০ দোকানিকে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার উপস্থিত হয়ে এসব সহায়তা প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, রাঙামাটি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহেদুল ইসলাম, বিলাইছড়ি থানার ওসি আলমগীর হোসেন সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।

উল্লেখ্য দূর্গম এ বাজারটিতে গত সোমবার দুপুরে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ছোট-বড় ৪০টি কাচা দোকান ও দোকান লাগোয়া বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। সেনাবাহিনী,পুলিশ,আনসারসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। কিন্তু বাজারের আশেপাশে কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় চার ঘন্টা পর্যন্ত জ্বলার পর বাজারের আগুন নিভে যায়। ততোক্ষণে সব শেষ।
ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কম বেশি দেড় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছে।