• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাঙামাটির লংগদু এলাকায় কাপ্তাই হ্রদে স্পিডবোট ডুবে হতাহত-৩

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২৩
রাঙামাটির লংগদু এলাকায় কাপ্তাই হ্রদে স্পিডবোট ডুবে হতাহত-৩

 

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় হ্রদে ডুবে মমতা বেগম (৩৫) নামে এক যাত্রী মারা গেছে। নিহত মহিলা উপজেলার সোনাই এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে ঘটনাস্থলের অদূরের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দূর্ঘটনা কবলিত স্পিড বোটটি মঙ্গলবার সকাল ১১টার দিকে দু’জন শিশুসহ মোট ১৩জন যাত্রী নিয়ে লংগদুর উপজেলার মাইনীঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করে। মধুয়াছড়া এলাকায় পৌঁছে অপেক্ষমান একটি ট্রলারের সাথে সজোরে ধাক্কা লেগে স্প্রিডবোটটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। আহত দু’জনসহ স্পিডবোট যাত্রীদের সকলে কূলে উঠতে সক্ষম হলেও মমতা বেগম পানিতে ডুবে যায়। গুরতর আহত শিশু সালমান (৮) ও বৃদ্ধ কবির হোসেন (৬০)। শিশুটি উপজেলার কালাপাকুজ্জ্যা এবং বৃদ্ধ গুলশাখালী এলাকার বাসিন্দা। ঘটনার পর কাপ্তাই হ্রদে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।