• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাঙামাটির কলেজ গেইট’র বিট পুলিশং সভায় মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৪, ২০২৩
রাঙামাটির কলেজ গেইট’র বিট পুলিশং সভায় মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির কলেজ গেইট এলাকায় পৌর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ সভায় বক্তাগণ মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার করছে।

কলেজ গেইট বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বিলাল হোসেন টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ৭,৮,ও ৯ নং পৌর ওয়ার্ডের বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন।

বিট পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, , কলেজ গেইট বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতি সেক্রেটারী মো: মনির হোসেন,কলেজ গেইট বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, কাচা বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি শাহ আলম প্রমূখ।

বক্তাগন বলেন, সম্প্রতি রাঙামাটি শহরের বনরূপায় মাদক সংশ্লিষ্ট কান্ডে একজনের মৃত্যু হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে মাদক মুক্ত সমাজ গড়ে তুলব। অপরাধ দমনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধে সকলে সজাগ থাকতে হবে। সমাজে বিভিন্ন ধরনের প্রতারক আছে। তাদের বিষয়ে সতর্ক থাকবেন।