• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গণপরিবহন ধর্মঘটে জন ভোগান্তি চরমে

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২২
গণপরিবহন ধর্মঘটে জন ভোগান্তি চরমে

লতিফুর রহমান রাজু  সুনামগঞ্জ : সুনামগঞ্জে  বাস মালিকদের পরিবহন ধর্মঘটের সুযোগ নিয়ে সিএনজি অটোরিকশা সহ বিকল্প যানবাহনের চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগেই সুনামগঞ্জ থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ দেয়।
এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শনিবার সুনামগঞ্জ  বাসস্ট্যান্ডে সরজমিন গিয়ে দেখা যায়, সেখান থেকে সিলেট ও দুর পাল্লার  রুটের কোনো বাস ছাড়েনি।
অন্যদিকে দেশে বিভিন্ন বিভাগ থেকেও কোনো বাস ছেড়ে সুনামগঞ্জ আসেনি। এতে শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে দেখা যায়।
সাধারণ যাত্রীদের অভিযোগ বাস মালিক সমিতির ধর্মঘট থাকায় সিএনজি অটোরিকশা সহ বিকল্প যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের কাছে থেকে।তবে সিএনজি অটোরিকশা চালকরা এ অভিযোগ অস্বীকার করেছে।
বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই প্রশাসনের মাধ্যমে বাস মালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে সরকার। সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শেরেনূর আলীর মতে সরকার গণপরিবহন ধর্মঘট ডেকে লোক সমাগম কমাতে পারেনি বরং জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।

তবে বাস মালিক সমিতির নেতাদের দাবি, চার দফা দাবিতে তারা এই ধর্মঘটের পালন করছে। সিলেটে বিএনপির গণসমাবেশের সঙ্গে তাঁদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজ পুর গ্রামের সিহেদ আলী জানান গত কদিন ধরেই সিলেট রং এর কাজ করছেন।  কাজ শেষ হলে এখন বাড়ি যেতে পারেন নি। দুই দিন অযথা খরচ হয়েছে।
নবী নগর এলাকার ঝলক জানান সিলেট ডাক্তার দেখানোর কথা ছিল যেতে পারিনি।
সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিম পুর গ্রামের নুর হোসেন জানান ব্যবসার জন্য মালামাল সিলেট থেকে আনার কথা ছিল কিন্ত আনা সম্ভব হল না। এ রকম আরও অনেক মানুষের দুর্ভোগ এর চিত্র রয়েছে।