• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৫, ২০২২
সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জুন মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উল হালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিক, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্ম কর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী , টাউন জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরূর রব চৌধুরী,সুনামগঞ্জ সদর উপজেলা    আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান  মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরি ভট্টাচার্য ও ইউএনও গণ সহ অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় পর্যটক বাহী নৌকা চলাচলের শৃংখলা নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত ভাড়া  না নেয়া,এবং বিভিন্ন বর্জ্য হাওর ও নদীতে না ফেলা ,লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট দের তাগিদ দেন। বজ্রপাত থেকে বাঁচার জন্য বজ্রপাত রোধক যন্ত্র লাগানোর অনুরোধ করেন এবং সংশ্লিষ্ট ইউএনও দের এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।  ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস না দেওয়ার জন্য সবাই কে অনুরোধ করেন। আসন্ন ঈদে কোরবানীর পশুর হাট সরকার নির্ধারিত জায়গার পরিবর্তে সড়ক কিংবা যত্রতত্র হাট না বসানোর অনুরোধ করেন।  রিভার ভিউ সহ স্কুল কলেজ গামী ছাত্রীদের সাথে বখাটেপনার বিরুদ্ধে পুলিশী টহল আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। সীমান্তের ওপার থেকে গরু মহিষ সহ নানা পণ্য আসা ঠেকাতে বিজিবির প্রতি অনুরোধ করেন। ক্লিনিক ও ডায়াগনসটিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।  সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা সন্তোষ জনক উল্লেখ করে আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সবাই কে সতর্ক থাকার আহবান জানান।