• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনা ভাইরাস রোধে সিলেটের ওসমানীনগরে শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৭, ২০২২
করোনা ভাইরাস রোধে সিলেটের ওসমানীনগরে শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে

বিবিএন ডেস্ক:  করোনা ভাইরাস রোধে সিলেটের ওসমানীনগরে শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে।আজ ০৭/০৩/২০২২ খ্রিঃ সোমবার উপজেলার কে জি ডি এস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়।

পৃথক ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৮ জন শিক্ষার্থীকে ২য় ডোজ টিকা দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার চক্রবর্তী মহোদয় প্রধান অতিথি হিসেবে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কে জি ডি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য জনাব মোহাম্মদ আলী শায়েস্তা,

বিদ্যালয়ের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ ময়না মিয়া,নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রাসাদ দেব,জয়বুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান আহমদ জায়গীরদার,কুরুয়া উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জুয়েল, পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ এবং মতিউর রহমান প্রমূখ
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার ২য় ডোজ টিকাদান কার্যক্রমের কে জি ডি এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কুরুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, এবং জয়বুন্নেছা গার্লস স্কুলের ১ হাজার ২৮ জন শিক্ষার্থীকে করোনা টিকা ২ ডোজ দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারর স্বপন কুমার চক্রবর্তী জানান,চলতি সপ্তাহের মধ্যে উপজেলার অন্যান্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা সম্পন্ন হবে।