• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটের ওসমানীনগর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৩
সিলেটের ওসমানীনগর উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিবিএন ডেস্ক:বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা।

২৫ সেপ্টেম্বর,২০২৩ খ্রি. সোমবার বিকাল ২ ঘটিকায় বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) ওসমানীনগর উপজেলার বাশিসের সাধারন সম্পাদক ও আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রিপন সূত্রধরের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি ও কবুলপুর আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মুমিনুর রশীদ সাহেবের সভাপতিত্বে উপজেলার শাহ সিদ্দিক জামেয়া উচ্চ বিদ্যালয়ে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্টিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলায়াত করেন সহকারী শিক্ষক জালাল আহমদ এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষক মিকন দেবনাথ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমদ ভিপি,বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়,বিশেষ অতিথি ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ উপস্থিত ছিলেন।


সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক ও কেজিডিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান,সহ সভাপতি মহরম আলী, অতিরিক্ত সচিব উসমান আলী,যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক শাহজামান,সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।


সংবর্ধিত অতিথি হিসেবে ক্রেস্ট এবং সম্মানী গ্রহণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ওসমানীনগর উপজেলার প্রধান উপদেষ্টা ও গোয়ালা বাজার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ,

উপদেষ্টা পরিষদের সদস্য ও ওসমানীনগর মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ সানা উল্লা, উপদেষ্টা পরিষদের সদস্য ও রহমতপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,

খুজগীপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক রনধীর মোহন দেব,মোঃ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী,সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী,রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ,খুজগীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খান,রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ,খুজগীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খান,রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ আশিকুর রহমান,খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ আব্দুল মন্নান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের সারথি হতে সমগ্র শিক্ষককে একযোগে সরকারকে সহযোগীতার হাত বাড়াতে হবে।সরকারের উন্নয়নের সুফল ভোগ করতে শিক্ষক সমাজকে সমাজের মূল চালিকা শক্তি হয়ে কাজ করা অত্যাবশ্যক।মানুষ গড়ার কারিগর হিসেবে স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক গড়ার প্রত্যয় নিয়ে সকল শিক্ষককে কাজ করার আহবান জানান।