• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাহিরপুরের ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা 

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২২
তাহিরপুরের ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:: ২০২২ সালের ৭ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে  সপ্তম ধাপের  নির্বাচন। সেই লক্ষ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে  দলীয় প্রতীক  নৌকা,  যাদের হাতে তুলে  নৌকার মাঝি হিসাবে চুড়ান্ত ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন-উপজেলা সদর ইউনিয়নে মোতাহার হোসেন শামীম আখঞ্জী শামীম,শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খয়ের,শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিৎ সরকার,বালিজুরী ইউনিয়নে মোঃ আতাউর রহমান,বড়দল উত্তর ইউনিয়নে মোঃজামাল উদ্দিন  ,বড়দল দক্ষিণ ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নে মোঃ সুজাত মিয়া।

তাহিরপুর নির্বাচন অফিস সূত্রে জানাযায়,  উপজেলায় ১ লক্ষ ৪২হাজার ৫শত ৮৫ ভোটার রয়েছেন। সেই ভোটারদের   মনজয় করে, প্রতিটি ইউনিয়নের ১জন করে মোট ৭জনপ্রতিনিধি নির্বাচিত হবেন উপজেলায় ।

আগামী ১২জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৫জানুয়ারী বাছাই,ও ২২জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার এবং ৭ফেব্রুয়ারী ভোটগ্রহণ।

বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে।

ঘোষণা তালিকায়, এবার  বড় ধরনের চমক দেখিয়েছে আওয়ামিলীগ কিছু সিনিয়র নেতাদের মনোনয়ন না দিয়ে, নতুন ও তরুণ নেতাদের এবারের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে এ উপজেলার একাধিক ইউনিয়নের  বর্তমান চেয়ারম্যান,আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা মনোনয়ন বঞ্চিত হওয়ায়,কয়েকটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীও থাকার আশঙ্কা রয়েছে।