• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও র‍্যালী

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২১
ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও র‍্যালী

 

ছাতক প্রতিনিধি: ছাতক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ছাতক শহর হানাদার মুক্ত হয়েছিল। এ উপলক্ষে সোমবার সকালে ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শহরে এক বিশাল আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রতি বছর ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস পালন করা হয়ে থাকে। র‍্যালী শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আনোয়ার রহমান তুতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী,বীর মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজি কবির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়,উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম
প্রমুখ। সভায় উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।