• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে হাওর বাঁচাও আন্দোলন’র সম্মেলনে সভাপতি সমরুজ আলী, সম্পাদক শাহ আখতারুজ্জামান

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২১
ছাতকে হাওর বাঁচাও আন্দোলন’র সম্মেলনে সভাপতি সমরুজ আলী, সম্পাদক শাহ আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের ছাতক উপজেলায় ‘হাওর বাঁচাও আন্দোলন’ ১ম দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা করেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার।

সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক ও জেলা কমিটির কার্যকরি সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাতক রিপোর্টাস ইউনিটির আহবায়ক কমিটির সদস্য সচিব শাহ্ মো.আখতারুজ্জামান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া সম্মেলনে সংগঠনের প্রতিবেদন পেশ করেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এনামূল হক।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতি ক্রমে ছাতক সদর ইউনিয়নের ইউপি সদস্য সমরুজ আলীকে ‘হাওর বাঁচাও আন্দোলন’ কমিটির সভাপতি ও ছাতক রিপোর্টাস ইউনিটির আহবায়ক কমিটির সদস্য সচিব শাহ্ মো.আখতারুজ্জামানকে সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়। শিগগির ৩১ সদস্যের সংগঠনের উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক।

সম্মেলনে সাংবাদিক আতিকুর রহমান মাহমুদ ও মোশাহিদ আলী, কবি আহমদ আল কবির চৌধুরী, আবদুল হাই, আলী আকবর, বিধান দে, দোলোয়ার হোসেন, ফজল উদ্দিন, নজরুল ইসলাম, দুলাল সরকার, আবুল কালাম, তাজুল গনি, ছালিক আহমদ, রোয়াব আলী, অফতাব উদ্দিন, ওলিউর রহমান, মো.আলী, ফয়সল আহমদ, শুভ চন্দ্র, শংকর দত্ত, কায়ছার আহমদ, ফয়জুল ইসলাম, রায়হান আহমদ, আবদুল হালিম, শিপন, নুরুল আমিন, সোহানুর রহমান, আলমাস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।