• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাহিরপুরে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে গণ শুনানী অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২১
তাহিরপুরে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে গণ শুনানী অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ : ২০২১-২০২২ অর্থ বছরে হাওর এলাকায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে  ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, পনঃসংস্কার, স্কিম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানি সভা তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ২৬ নভেম্বর সকাল ১১টার সময়  উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা  সভায়, ইউ/পি চেয়ারম্যান হাজী খসরুল আলম এর সভাপতিত্বে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী রকিবুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা,উপজেলার প্রকৌশলী  ইকবাল কবির।

কৃষকের পক্ষে বিভিন্ন সমস্যা উল্লেখ করে’ বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদি উজ্জামান, শাহাবুদ্দিন আখঞ্জী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,(ইউ/পি সদস্য) শফিকুল ইসলাম, ইউ/পি সদস্য আলী হোসেন আখঞ্জী,সাবেক  ইউ/পি সদস্য কনকন মিয়া, ইউ/পি সদস্য সাজিনূর মিয়া, ইউ/পি সচিব বিভূতি ভুষন,পল্লী চিকিত্সক ডাঃ সুরেন্দ্র চন্দ্র দাস, মাস্টার হাদি উজ্জামান, জেলা যুব শ্রমিকের সহসভাপতি মতিউর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন,কৃষক মহিবুল আলম,ডলু,শান্তু মিয়া, আনসার বাহিনীর সদস্য বৃন্দ প্রমুখ ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কৃষক বান্ধব সরকার, কৃষকের প্রতি আন্তরিক, কৃষকের সোনালী ফসল রক্ষায়” যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ইচ্ছুক সরকার ।
তাই আপনারা  ফসল রক্ষার কাজে কোন ধরণের অনিয়ম ও দুর্নীতি করবেন না, এর ব্যতিক্রম হলে,  আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং
সচ্ছ ,সৎ ,আদর্শবান, মানুষের দ্বারা (পি আই সি) প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করবেন।
যাতে  করে, কৃষকের সোনালী ফসল ঘরে তুলতে কোন ধরণের সমস্যা না হয় ।