• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে জন্ম নিবন্ধন সনদে এক শিশুর বয়স ১০৩ বছর

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২১
ছাতকে জন্ম নিবন্ধন সনদে এক শিশুর বয়স ১০৩ বছর

 

ছাতক প্রতিনিধি: ছাতকে শিশু মাহদী হাসানের বয়স মাত্র ৩ বছর। কিন্তুু সরকারি হিসেবে তার বয়স ১০৩ বছর। জানা গেছে, ২০১৮ সালের ০৫ মার্চ জন্ম হয় শিশু মাহদী হাসানের। তার জন্মের বছর খানেক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এসময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ খ্রিস্টাব্দ। ফরিদ মিয়ার লেখাপড়া না থাকায় সেই সময় তার ছেলের বয়স ১০৩ বছর লিখা তিনি বুঝতে পারেননি। এ ঘটনাটি দেখা দিয়েছে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহদী হাসানের বাপারে। জন্ম সনদে এমন গড়মিল পরিলক্ষিত হয়। ফরিদ মিয়া জানান, তিনি পেশায় দিনমজুর। অন্যের কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তার ছেলে মাহদী হাসান হার্টের রোগী। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হার্টের রোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবর পেয়ে মাহদী হাসানের পিতা ফরিদ মিয়া কাগজপত্র রেডি করে ছাতক সমাজসেবা অফিসে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর। পরে তিনি কালারুকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে তাঁকে কোন ধরনের সহযোগিতাও করা হয়নি। বর্তমানে ফরিদ মিয়া ছেলের চিকিৎসা এবং জন্ম সনদ সংশোধনের জন্য অফিসে-অফিসে ঘুরছেন।এ ব্যাপারে কালারুকা ইউনিয়নের সচিব পিংকু দাস জানান, আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। এ ধরনের কাজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা আয়েশা আক্তার করে থাকেন। কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম জানান, আমি এসব কিছু জানিনা। জন্ম সনদের কাজ সচিব করে থাকেন। তিনিই বিষয়টি জানবেন।