• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ডিসি

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় হাওরে ভাসমান প্লাস্টিক, আবর্জনা অপসারণের কাজ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

শনিবার (১৬ অক্টোবর) সকালে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেকের আশপাশের এলাকায় স্কাউট সদস্য, শিক্ষক,  জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পর্যটক বহনকারী নৌকার মাঝিদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।

রাউন্ড নেট, বস্তা সহ পরিচ্ছন্নতা উপকরণ দিয়ে এসময় হাওরের পানিতে ভাসমান প্লাস্টিকের বোতল, থালা, পলিথিন ব্যাগ, চিপ্সের প্যাকেট সহ নানান ভাসমান আবর্জনা উত্তোলণ করেন তিনি।

এসময় তাহিরপুর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. রিফাতুল হক, এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তাহিরপুর মো. আলা উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির আলম শোবল, ট্যাকেরঘাট চুনা পাথর খনি প্রকল্প স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খাইরুল ইসলাম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, চাঁনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, বাগলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়, এম এ জাহের উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোর্শেদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় পর্যটন স্পটগুলোতে ধারাবাহিক ভাবে পরিচ্ছন্নতা অভিযান চলবে এবং টাঙ্গুয়ার হাওরের ভিতরে ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ করে দেয়া হবে। আগত পর্যটকরা স্থানীয়দের হাতে চালিত নৌকা নিয়ে হাওরে ঘুরে বেড়াবেন। পরে পর্যটকবাহী নৌযান গুলোতে সচেতনতা মুলক বিলবোর্ড বিতরণ করেন তিনি।