• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইঁদুর খুব ক্ষতিকারক প্রাণী আমাদের ফসলের উপর হুমকী স্বরূপ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১
ইঁদুর খুব ক্ষতিকারক প্রাণী আমাদের ফসলের উপর হুমকী স্বরূপ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনা ও উদ্ধোধন অনুষ্ঠান শনিবার ১৬ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।

বক্তাগণ বলেন ইঁদুর প্রতি বছর আমাদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। ইঁদুর শুধুই ফসলের জন্যই ক্ষতিকারক নয়, অন্যান্য ক্ষেত্রেও সমান ক্ষতিকারক। তাই সবাই একযোগে ইঁদুর নিধন করতে হবে। ইঁদুর বিভিন্ন রোগও ছড়ায়। প্ল্যাগ রোগও ইঁদুর থেকেই হয়। ইঁদুর আমাদের কোন উপকারে আসে কিনা এ পর্যন্ত কোন গবেষণায় এখনও পাওয়া যায়নি। বাজারে ইঁদুর মারার যন্ত্র ও ঔষধ রয়েছে তা কাজে লাগিয়ে এর থেকে রেহাই পেতে পারেন।