• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে পাঁচ ইসরায়েলিসহ নিহত ১৪

bilatbanglanews.com
প্রকাশিত মে ২৪, ২০২১
ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে পাঁচ ইসরায়েলিসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলে তার ছিঁড়ে একটি ক্যাবল কার মাটিতে পড়ে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন ইসরায়েলি রয়েছে। তারা একই পরিবারের সদস্য।
রোববার (২৩ মে) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তার ছিঁড়ে ১০০ মিটার ওপর থেকে ক্যাবল কারটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়।

বিখ্যাত স্ট্রেসার রিসোর্ট শহর থেকে ওই ক্যাবল কারে করে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৪০০ মিটার ওপরের ওই পর্বতে যাচ্ছিলেন।

স্ট্রেসা থেকে যাত্রা করার ২০ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও দ্রাঘি এবং স্থানীয় স্ট্রেসা শহরের মেয়র মারসেলা সেভেরিনো গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: জিউস টেলিগ্রাফিক এজেন্সি, রয়টার্স, এপি