• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুব মিয়ার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২০
ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুব মিয়ার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

 

ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুব মিয়ার সমর্থনে ওয়ার্ডবাসীর এক বিশাল মতবিনিময় সভা শুক্রবার রাতে মাহবুব মিয়ার বাগবাড়ী গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। কাউন্সিলর প্রার্থী মাহবুব মিয়া বাগবাড়ী গ্রামের বাসিন্দা, বাগবাড়ী শাহ ইব্রাহিমিয়া হাফিজিয়া মাদরাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী পিয়ারা মিয়ার পুত্র।
শুক্রবার রাতে বিশিষ্ট মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুল মুক্তাদির মিয়ার সভাপতিত্বে ও মেহেদি হাসান সোনা মিয়া, ফাবিল আহমদ পাবেল এবং আব্দুল মুমিন মামনুনের যৌথ পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাগবাড়ী যুব ও সমাজ কল্যান সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক শিক্ষক মাও.ইমাদ উদ্দিন মানিক,
সভায় গীতা পাঠ করেন বিনয় চক্রবর্তী।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন
বীর মুক্তিযুদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি মিয়া।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজী আব্দুল জলিল আজাদ।
বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী, ৬ নং ওয়ার্ডের আপামর জনতার প্রিয় ব্যক্তি, যুবনেতা মাহবুব মিয়া। এসময় তিনি আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন,
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মনির মিয়া, চাঁন মিয়া চৌধুরী,
হাজী বুরহান উদ্দিন, বদিউজ্জামাল মোল্লা, মীর শমছু মিয়া, হাজী খছরু মিয়া, মীর মাসুক মিয়া, মুক্তিপদ আচার্য্য, অভিমান্য বাবু, শামছুল হক মজুমদার, আকরম আলী, মফিজুর রহমান, কালা মিয়া, শিক্ষক আবুল বশর, সোহরাব উদ্দিন, মনোয়ার মিয়া, আব্দুল আজিজ, ৮ রহমান, ঘুঙ্গুর আচার্য্য, ফজলু মিয়া, কামাল মিয়া, বাচ্চু মিয়া, বিশ্ব রায়, মদন ধর, রাজু আহমদ, শাহ আলম বাবু, জমির উদ্দিন, আনোয়ার আহমেদ আনর, জাহাঙ্গীর বাদশা, কুদ্দুছ পাটোয়ারী, আলা উদ্দিন মিয়া, ইয়াহিয়া আহমদ এহিয়া, শামীম আহমদ, মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সুমন মিয়া, ইমান হোসেন, রশিদ মিয়া, আলমগীর বাদশা, বকুল মিয়া, পুলিন্দ্র বাবু, আব্দুল মনাফ, আব্দুর রাজ্জাক বকুল, আব্দুর রাজ্জাক বানু, আব্দুস শহিদ মনা, তানভীর আহমদ রাজু, ইঞ্জিনিয়ার কয়েছ মিয়া, বাবরু মিয়া, সুলেমান মিয়া, বাদল মিয়া, মোশাহিদ চৌধুরী, মোশতাক চৌধুরী, দুলাল মন্ডল, মীর কয়ছর আহমদ, মৃদুল মন্ডল, মীর রবু মিয়া, মীর আজম আলী, জগলু আহমদ, মীর জাবেদ, মিজান মিয়া, জামাল উদ্দিন, কামাল মিয়া, দুলাল মিয়া, হাজী নূর উদ্দিন, আলাল মিয়া, জসিম উদ্দিন, মুবাশ্বির আলী, শামীম মিয়া, মন্টু বর্ধন, আব্দুর রহমান, জবরু মিয়া, ইদন আলী, ধন মিয়া, সাজুল মিয়া, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল মোমিন, সুমন আহমদ কালাই, রতন আচার্য্য, রজত আচার্য্য, উজ্জ্বল আচার্য্য, বাবর মিয়া, রাসেল চৌধুরী, নাহিয়ান আহমেদ রবিন, রুবেল মিয়া, সিদরাত আহমেদ জোহা,
রইছ আহমদ, জসিম আহমদ,কুতুব আহমেদ, সৈয়দ সোহাগ রেজা, সালাহ উদ্দিন কিবরিয়া,হাসান আহমেদ, পলাশ,জিহাদ,বিপ্লব,আশরাফ, হোসেন আহমেদ, কামরুল মিয়া,শিমুল,পিনাক,জুবায়েদ, তায়েব,লবিব মিয়া।
সভায় বক্তব্য রাখেন,
আব্দুল মুকিত চৌধুরী (লাভলু,)
তিনি তার বক্তব্যে বলেন গত নির্বাচনে তিনি এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন। আসন্ন নির্বাচনে তিনি মাহবুব মিয়ার পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ও ওয়ার্ডবাসীকে মাহবুব মিয়াকে ভোট দেওয়ার আহবান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, হুমায়ুন আহমদ সুহেল, রিয়াজ আহমদ রাজু, লক্ষণ ঘোষ, শামছুল হুদা রাজি, হাবিবুর রহমান রাসেদ, আজহারুল ইসলাম চৌধুরী শুভ, আব্দুল বাকী মুহিত প্রমুখ। মতবিনিময় সভায় আখড়া এলাকা, রেলওয়ে কলোনি, কোর্টরোড এলাকা, পাটোয়ারী বাড়ী, পাটনীপাড়া, ইটখলা এলাকার সমর্থকরা মিছিল সহকারে এসে যোগ দেয়। সভাশেষে মোনাজাত করেন বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. আবুল লেইছ।