• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিখোঁজের অভিযোগ করে স্ত্রীকে হত্যার দায়ে লন্ডনে গ্রেফতার বাংলাদেশি যুবক

bilatbanglanews.com
প্রকাশিত মে ৬, ২০২৩
নিখোঁজের অভিযোগ করে স্ত্রীকে হত্যার দায়ে লন্ডনে গ্রেফতার বাংলাদেশি যুবক

বিবিএন ডেস্ক:যুক্তরাজ্যের পূর্ব লন্ড‌নের বাঙালিপাড়ায় পপলারে সোমা বেগম (২৪) নামের এক নারীর নিখোঁজের অভিযোগ তদন্ত করতে গিয়ে তার স্বামী আমনান রহমান নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ৩০ এপ্রিল লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তার স্ত্রী নিখোঁজ বলে জানান অভিযুক্ত স্বামী। পরে নিখোঁজের তদন্ত করতে গিয়ে হত্যার অভিযোগে পুলিশ তাকে বুধবার গ্রেফতার করেছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত তার মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেনি পুলিশ।

সোমা বেগমের স্বজনদের কাছ থেকে জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না আমনানের। বাংলাদেশের সুনামগঞ্জের মেয়ে সোমার সঙ্গে তার আত্মীয়তা রয়েছে। নিজে বৈধ না হওয়ায় প্রায় চার বছর আগে চুক্তি করে অন্য ব্যক্তির স্ত্রী হিসেবে কাগজপত্র দেখিয়ে সোমাকে লন্ডনে নিয়ে আসেন তিনি। লন্ডনে আসার আগে টেলিফোনে তাদের বিয়ে হয়। কিন্তু লন্ডনে আইনগতভাবে তাদের বিয়ে নিবন্ধনের সুযোগ ছিল না।

স্বজনরা আরও জানান, ৪৫ বছর বয়সী আমনানের সঙ্গে ২৫ বছর বয়সী সোমার দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে গত দুই বছর ধরে দ্বন্দ্ব বিরাজমান ছিল। বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন তিনি। কয়েক দিন ধরে তিনি সোমা নিখোঁজ বলে দাবি করতে থাকেন। পরে স্বজনদের চাপে ৩০ এপ্রিল পুলিশের কাছে সোমা নিখোঁজ বলে জানান তিনি। তদন্তে নেমে বুধবার পুলিশ তাকে সোমাকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক মুখপাত্র বলেছেন, সোমা বেগ‌মকে হত‌্যার ঘটনায় আমনান রহমা‌নের বিরু‌দ্ধে অভিযোগ গঠন করা হ‌য়ে‌ছে। তারা একে অপরের পরিচিত ছিলেন। সোমার নিকটাত্মীয়দের বিষয়টি অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার আমনানকে আদালতে হাজির করা হয়েছে।

দুজনের সম্পর্কের বিষয়ে পুলিশ এর বেশি কিছু জানায়নি। শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ সোমার লাশ উদ্ধারের কথা জানায়নি।

নাম প্রকাশ না করার শর্তে সোমা বেগ‌মের এক স্বজন বলেছেন, স্বামীর নির্যাত‌নেই সোমার মৃত‌্যু হয়। সোমার নির্মম হত‌্যার ঘটনায় আমরা স্বজনরা হতবাক, শোকার্ত। আমরা বিশ্বাস কর‌তে পার‌ছি না সোমা আর নেই। সোমা খুব ভালো একজন মে‌য়ে ও মা ছি‌লেন।

সোমা বেগ‌মের প‌রিবারের সদস‌্যরা জা‌নি‌য়ে‌ছেন, পুলিশের কাছ থেকে মরদেহ পাওয়া সা‌পে‌ক্ষে জানাজার সময় নির্ধারণ কর‌া হ‌বে।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপ‌জেলার মামুনপুর গ্রা‌মের মৃত ঠাকুর মিয়ার মেয়ে সোমা বেগম। তার দুই সন্তান সরকা‌রের সং‌শ্লিষ্ট বিভা‌গের তত্ত্বাবধা‌নে রয়ে‌ছে।