• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লুটনে বি‌চহিল ওয়া‌র্ডে কাউন্সিলর প্রার্থী বাংলা‌দে‌শি বং‌শোদ্ভূত মাহবুবুল কারীম

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৩
লুটনে বি‌চহিল ওয়া‌র্ডে কাউন্সিলর প্রার্থী বাংলা‌দে‌শি বং‌শোদ্ভূত মাহবুবুল কারীম

 

নিজস্ব প্রতিবেদক:যুক্তরা‌জ্যের আসন্ন কাউন্সিল নির্বাচনে ল‌ুটনের বিচ হিল ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বাংলা‌দে‌শি বং‌শোদ্ভূত মাহবুবুল কারীম সু‌য়েদ।
লুটন বারা কাউন্সিলের বিরোধীদলের ভুমিকায় থাকা লিব‌ডে‌মের প্রার্থী হি‌সে‌বে তি‌নি নির্বাচন কর‌ছেন।
এবারের নির্বাচনে লুট‌নের বাঙা‌লি অধ্যু‌ষিত হি‌সে‌বে প‌রি‌চিত বিচ‌ হিল ওয়ার্ডে যুক্তরা‌জ্যের অন্যতম রাজ‌নৈ‌তিক দল লিব‌ডে‌মের ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন তি‌নি।
আগামী ৪ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বিভিন্ন আসনে প্রায় ২১ জন বাংলাদেশি নির্বাচনী লড়াইয়ে অবতীর্ন হয়েছেন।
পেশায় সাংবাদিক মাহবুবুল কারীম সু‌য়েদ যুক্তরা‌জ্যে
সাংবাদিকতার পাশাপাশি ত্রীড়া, কমিউনিটি এবং মানবসেবায় সক্রিয়ভাবে জড়িত।
এ ছাড়া ইউ‌কে বাংলা প্রেসক্লাবের নির্বাচিত ট্রেজারারের পাশাপাশি অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন তি‌নি।
মাহবুবুল কারীম সু‌য়েদ আশাবাদী, মূলধারার জনপ্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে বাংলাদেশী তথা স্থানীয় কমিউনিটির সকলের সেবায় কাজ করতে চান।
‌নির্বা‌চিত হ‌লে ওয়া‌র্ডের আবাসন ও প‌রিচ্ছন্নতা সমস্যা, গা‌ড়ি পা‌র্কিং ইস্যুসহ নানা সমস্যার জর্জ‌রিত ওয়া‌র্ডের উন্নয়‌নে কাজ কর‌তে আগ্রহী বলে জানান তিনি।
মাহবুবুল কারীম সু‌য়েদের পৈ‌ত্রিক বা‌ড়ি বাংলা‌দে‌শের সি‌লে‌ট সদর উপ‌জেলার কা‌ন্দিগাও‌য়ে।