• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে ভয়াবহ বন্যায় পিতৃহারা অসহায় পরিবারের শিশুদের সাহায্যের আবেদন জানালেন মা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১, ২০২২
ছাতকে ভয়াবহ বন্যায় পিতৃহারা অসহায় পরিবারের শিশুদের সাহায্যের আবেদন জানালেন মা

 

ছাতক প্রতিনিধি:ছাতকে ৫ সন্তান নিয়ে অসহায় এক মা অনাহারে- অর্ধাহারে জীবন-জিবিকা পরিচালনা করছেন। চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের রহিমা বেগমের স্বামী হাফিজ আব্দুল হালিম মারা গেছেন বন্যার সময়ে। রেখে গেছেন স্ত্রী সহ অবুঝ ৫ সন্তান। মরহুম হাফিজ আব্দুল হালিম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এ অবস্থায় মসজিদে ইমামতি করে স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সন্তানের আহার ও লেখাপড়ার খরছ যুগিয়েছেন। জায়গা – জমি বা এ পরিবারের উপার্জন কররার মতো আরকেউ নেই। হাফিজ আব্দুল হালিমই ছিলেন এ পরিবারের একমাত্র ভরসা। গত ১৮ জুন ভয়াবহ বন্যা পরিস্থিতির সময়ে মৃত্যু বরণ করেছেন তিনি। তার মৃত্যুর পর থেকে এ পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
স্বামী হারিয়ে ৫টি সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাফিজ আব্দুল হালিমের সহধর্মিণী রহিমা বেগম।

এক দিকে স্বামী হারানোর বেদনা অন্যদিকে ভয়াবহ বন্যার কবল থেকে নিজে সন্তানদের বাঁচাতে ছেলে- মেয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার সময় পা পিছলে পড়ে মেরুদন্ডের একটি হাড় ভেঙ্গে যায় রহিমা বেগমের। পরে আত্বীয় স্বজনের সহযোগিতায় প্রাথমিক অপারেশন ও চিকিৎসা করানো হয়েছে। তিনি বর্তমানে শারীরিক ভাবে অসুস্থ অবস্থায় বাচ্চাদের নিয়ে স্বামীর বাড়িতে বিপাকে রয়েছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাচ্চাদের লালন – পালন,লেখা -পড়া ও নিজের চিকিৎসা খরছ যোগাড় কিছুতেই সম্ভব হচ্ছেনা।

বড় মেয়ে ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিমা ( ১৪) ও বড় ছেলে তানজিল হাসান মাহবুব (১৩), দ্বিতীয় ছেলে তাওহিদ হাসান মাহফুজ ( ৯) দ্বিতীয় মেয়ে মোছাঃ লিছা বেগমের( ৬) লেখাপড়ার খরছ যোগাড় করতে হিমসিম খাচ্ছেন রহিমা বেগম। তৃতীয় ছেলে তামব্বির হাসানের( ৩) এখনো লেখাপড়া শুরু হয়নি। বাচ্চাদের আহারের ব্যবস্থা নেই,লেখাপড়া করানোর ব্যবস্থা নেই।এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন বিধবা রহিমা বেগম।
সমাজের কোনো হৃদয়বান ব্যাক্তি শিশুদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হলে মরহুম হাফিজ আব্দুল হালিমের চাচা মাওঃ ফয়জুল হক বিপ্লবীর সাথে যোগাযোগ করতে পারেন।তিনি সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিবেন।
মোবাইল নং – 01785783672 ##