• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইংলিশ মিডিয়ামের ৩৮ শিক্ষার্থী হয়েছেন কোরআনে হাফিজ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২
ইংলিশ মিডিয়ামের ৩৮ শিক্ষার্থী হয়েছেন কোরআনে হাফিজ

বিবিএন ডেস্ক: মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা হবেন কোরআনে হাফেজ এমনটাই আমরা জানি।কিন্তু এবার ঘটল এর ব্যতিক্রম।পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজের খাতায় নাম লিখিয়েছেন রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ৩৮ জন শিক্ষার্থী।

করোনা মহামারির সুযোগ কাজে লাগিয়ে গত দুই বছরে তারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন।
তারা সবাই রাজধানীর লালমাটিয়ার ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, হাফেজদের মধ্যে ২৮ জন ছেলে এবং ১০ জন মেয়ে শিক্ষার্থী। স্কুলের শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এসব শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছেন। কেউ কেউ এক বছরেও হিফজ সম্পন্ন করেছে।

স্কুল কর্তৃপক্ষ জানান, ক্লাসের স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের কোরআন হিফজ করার সুযোগ রয়েছে। তাই প্রতিদিন ফজর নামাজের পর দুই ঘণ্টা এবং বিভিন্ন ছুটিকে কাজে লাগিয়েই কোরআন হিফজ শেষ করেছেন এসব শিক্ষার্থী।