• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে স্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবসের সভায় কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
ছাতকে স্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবসের সভায় কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে:
ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার গোবিন্দগঞ্জ মিয়াজান মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, মানবতার ফেরিওয়ালা খ্যাত বাবু নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শুভ্রত পুরকায়স্থ,

যুগ্ম সাধারণ সম্পাদক মুবাশ্বির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান মাহবুব, উপ পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, উপ প্রবাসী বিষয়ক সম্পাদক জামিল আহমদ, কার্যকরি সদস্য এড: কামাল উদ্দিন, আবু জাফর, মির্জা মুর্শেদ মিলন, জামিল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমএ রশিদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাজমুল হক, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জুবায়ের আহমদ, সহ সভাপতি বাবুল রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব শামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এড: বোরহান উদ্দিন, সদস্য আব্দুল হান্নান আঙ্গুর, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু হানিফা সায়মন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শাখার সহ সভাপতি আহমেদ রাসেল, আবু বক্কর, শাহ আবুল কাশেম হারুন ও সফিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সমুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ময়নূল হক, কৃপেশ চন্দ্র, নাজমুল করিম ও রাসেল হোসেন, প্রচার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, দপ্তর সম্পাদক আবু তাহের, সম্পাদক মন্ডলীর সদস্য হেলাল মাহমুদ, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ, সোহেল আহমদ, বেলাল আহমদ, সদস্য তানজিদ আহমদ, সুমন আহমদ, , উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন, ঢাকা সাভার কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের নিয়ামত আলী, আল আমিন আহমদ জয়, হাবিবুর রহমান, লায়েক হোসেন, ছাতক সদর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ময়নুল ইসলাম, নোয়ারাই ইউপির আহবায়ক কামরুজ্জামান বিলাল, ছৈলা আফজলাবাদ ইউপি সভাপতি কাওছার আহমদ, সিংচাপইড় ইউপি সাধারণ সম্পাদক আয়নাল হোসেন বাচ্চু প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে একটি কালো অধ্যায় রচনা করেছিল। এ ঘটনায় যারা এখনো গ্রেফতার হয়নি তাদেরকে দ্রুত গ্রেফতার করে মৃত্যুদন্ড দিতে হবে। এছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় দ্রুত কার্যকর করন ও তারেক জিয়াকে দেশে এনে যাবজ্জীবন কারাদন্ডের পরিবর্তে ফাসির রায় কার্যকর করে দেশকে কলংক মুক্ত করতে হবে।