• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ জেলা তালামীযের উদ্যোগে’মুহাব্বাতে আহলে বাইত’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২১, ২০২১
সুনামগঞ্জ জেলা তালামীযের উদ্যোগে’মুহাব্বাতে আহলে বাইত’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যাদের অন্তরে আহলে বাইতের মুহাব্বাত আছে তারা কখনো ইয়াযিদের প্রশংসা করতে পারে না

————–মাওলানা মঈনুল ইসলাম পারভেজ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, ঈমানের অন্যতম অনুষঙ্গ হলো আহলে বাইতের প্রতি মুহাব্বাত। পবিত্র আশুরার দিনে কারবালার ময়দানে আহলে বাইতের প্রতি যে অন্যায় হয়েছে তা হৃদয়বিদারক। এমন ঘটনা মুমিন হৃদয়ে বেদনার ঝড় তুলে। পাশাপাশি পাষণ্ড ইয়াজিদের প্রতি ধিক্কার ও লা’নত হয়ে যায় ঈমানের দাবী। কিন্তু পরিতাপের বিষয় এই যে, নৃশংস ইয়াজিদকে এখন কিছু লোক তাবেয়ীর কাতারে রেখে সম্মান দেখাচ্ছে, যা কখনই গ্রহণযোগ্য নয়। ইয়াজিদের চারিত্রিক পদস্থলন ও কারবালার ঘটনা নিয়ে তার নীরব সমর্থন ঐতিহাসিক দলিল দ্বারা প্রমাণিত। এর পরিপ্রেক্ষিতে ইয়াজিদকে নির্দোষ মনে করা আহলে বাইতের প্রতি অসম্মান দেখানোর নামান্তর। তাই প্রতিটি মুমিন হৃদয়ে আহলে বাইতের প্রতি মুহাব্বাত বদ্ধমূলের পাশাপাশি দূরাচার ইয়াজিদের প্রতি ঘৃণা পোষণ করা উচিত।

২১ আগস্ট, ২০২১ শনিবার, জাউয়া বাজারস্থ প্রয়াস সেমিনার হলে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘মুহাব্বাতে আহলে বাইত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি আব্দুল গনি সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার।

শাখার সাংগঠনিক সম্পাদক আবু হেনা মুহাম্মদ ইয়াসিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল ফযল মো. ত্বহা, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক সায়েম হোসাইন, সাবেক অর্থ সম্পাদক তাজ উদ্দীন আহমদ হাসান, ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক জালাল উদ্দীন ।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ-সভাপতি মুহাইমিনুল হক, প্রচার সম্পাদক শাহ আলম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আল আমিন, অফিস সম্পাদক আলী আহমদ নাঈম, সহ-অফিস সম্পাদক মাহবুব আলম, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুয়েল আহমদ জামিল, ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি মো:শাহ জাহান, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি আব্দুল মুক্তাদির ফয়জুল, জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি জাকির আহমদ, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি সাইদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রমিজ উদ্দিন, দিরাই উপজেলা সভাপতি রশিদ আহমদ চৌধুরী, ছাতক উত্তর উপজেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক হুছাম উদ্দীন জামিল, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সোহানুর রহমান, দোয়ারা বাজার পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান ও পূর্ব উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম আদনান প্রমুখ।