• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাঙামাটিতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র ৪সন্ত্রাসী আটক

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
রাঙামাটিতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র ৪সন্ত্রাসী আটক

॥ মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ॥

রাঙামাটির লংগদু উপজেলার দূর্গম ছোট কাট্টলী এলাকা থেকে সেনাবাহিনী ঝটিকা
অভিযান চালিয়ে শনিবার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র ৪সন্ত্রাসীকে আটক
করে। আটক সন্ত্রাসীরা হলো, সুরেন চাকমা(৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল
চাকমা(১৯) ও সাইমন চাকমা(৪০)।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি
সদর জোনের একটি অভিযানিক দল বরকল উপজেলার ছোট কাট্টলীতে ঝটিকা অভিযান
চালিয়ে সুরেন চাকমা, অন্নাসং চাকমা, অনিল চাকমা ও সাইমন চাকমাকে
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গুলিসহ আটক করে। আটক সন্ত্রাসীদের
কাছ থেকে ১টি একে-২২ রাইফেল,৭৭রাউন্ড রাইফেলের তাজা গুলি, ১টি ম্যাগাজিন,
১টি ওয়াকিটকী সেট, ১টি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ বই, ৪টি
মুঠোফোন, ১টি হাতঘড়ি, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার. নগদ
৬৩হাজার ৫শ ৯২ টাকা,১টি জাল জাতীয় পরিচয়পত্র, ও অন্যান্য সড়ঞ্জাম উদ্ধার
করেছে।


উল্লেখ্য এলাকায় সন্ত্রাসী গ্রুপটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন
ধরনের অপরাধ করে আসছে। তাদের আটকে সঠিক গোয়েন্দা তথ্য পাওয়ার পর
সেনাবাহিনী শনিবার অভিযান পরিচালনা করে তাদেরকে আগ্নেয়াস্ত্র ও বিপুল
পরিমান গুলিসহ আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে রাঙামাটি সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল আমিনুল ইসলাম
পিএসসি জানান, পার্বত্য সন্ত্রাসীদের বিরুদ্ধে এটি একটি সফল
অভিযান।পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও শান্তির জন্য  আমাদের এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।