• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধৈর্যের মোহনায় দাঁড়িয়ে শহিদী পরিবার

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৪, ২০২১
ধৈর্যের মোহনায় দাঁড়িয়ে শহিদী পরিবার

ধৈর্যের মোহনায় দাঁড়িয়ে শহিদী পরিবার
রিতা ফারিয়া রিচি

তখন কি কেঁপেছিলো আল্লাহর আরশ?
জালিমের জুলুমের শিকারে
সাক্ষী রেখে ফাঁসির কাষ্ঠকে
শহীদের প্রাণপাখি যখন মেলেছিলো ডানা!

অন্তরের উচ্চারিত ধ্বনি
পৌঁছে যায় শিরা-উপশিরায়,
মুজাহিদের প্রতিটি রক্তকণিকায় ফুটেছিলো
বাতাসে খুশবু ছড়ানো রজনীগন্ধা।

পর্দার আড়ালে আসল জল্লাদের মুখ
আব্রাহামী রাজনীতির দুর্বোধ্যতায়
প্রচ্ছন্ন থেকে যাবে হয়তো বানানো ইতিহাস
প্রবল মানবিক শূন্যতায়।

পাপিষ্ঠের বোধগম্য নয়,
যাকে স্পর্শ করে না তন্দ্রা
প্রয়োজন হয় না কোনোকালেই আহারের
সেই মহা পরাক্রমশালীর একক আদালতে
আজকের নীতিহীন নেতারা সেদিন
ক্রোধের মুখোমুখি
মৃত্যুদণ্ড আসামীর মতো
অসহায় উপস্থিতি!

জেনে রাখো,
এই মৃত্যু আত্মাকে সমুজ্জ্বল করে
বেগবান করে সংগ্রামী মহাসমুদ্র।

কতোজন মজলুমের ফাঁসি কার্যকর হলে
স্থিতি পাবে জিঘাংসার?
আফসোস! বস্তুবাদী শকুনের মাংসের লোলুপতায়
পর্যায়ক্রমে স্বামীহারা
সন্তানহারা
ভাই হারা
বোন হারা
ধৈর্যের মোহনায় দাঁড়িয়ে শহিদী পরিবার।

আগুন ছড়িয়ে যাবে প্রতিশোধের
ভেঙে যাবে ক্ষণস্থায়ী অহমিকা বেড়িবাঁধ
শুরুতেই বিচারকার্য হবে ক্ষমতার বৈধতা নিয়ে
অপব্যবহারকারী ছিটকে পড়বে আস্তাকুঁড়ে
আল্লাহ চাইলেই, সম্মানিত হবেন-
অসময়ে উড়ে যাওয়া সোনার পাখিদের
রেখে যাওয়া পরিজন!