• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনা কালে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসে সর্বোচ্চ কল: ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে রোগীদের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০
করোনা কালে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসে সর্বোচ্চ কল: ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে রোগীদের

বিবিএন নিউজ ডেস্ক : করোনার প্রথম ধাপের মত আবারো লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস সর্বোচ্চ কল রিসিভ করেছে। গত ২৬ ডিসেম্বর প্রায় ৮০০০ কল রিসিভ করে সংস্থাটি। যা যেকোন ব্যস্থ সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি।

করোনার প্রথম ধাপের মতই এখন রোগীদের চাহিদা বেশি থাকায় কল পাচ্ছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস, এমনটাই বিবিসিকে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অতিরিক্ত চাহিদা থাকায় রোগীদের ৬ ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। এলএএস জানিয়েছে বিলম্ব কমাতে তারা কাজ করে যাচ্ছে। তবে তারা অনুরোধ জানিয়েছে, যাদের জীবনের হুমকি রয়েছে এমন প্রয়োজনে যেন ৯৯৯ এ ডায়াল করা হয়। একই সাথে সম্ভব হলে ১১১ ব্যবহার করতেও জনগনকে অনুরোধ করা হয়েছে।
নতুন করোনারভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এই কল বেড়েছে বলে মনে করে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।এদিকে যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৩১১ জন, আর আক্রান্ত হয়েছেন ৩০,৫০১ জন।(ওয়ান বাংলা)