• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে গৃহবধূর ওপর স্বামীর বর্বরতা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০
মৌলভীবাজারে গৃহবধূর ওপর স্বামীর বর্বরতা

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে পারিবারিক কলহলের জের ধরে গরম পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর অনামিকা জানান, তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজ কাছ থেকে ঘরে তাবিজ আনেন। এনিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয়। রবিবার রাতে এনিয়ে দুজনের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হয়। সোমবার সকালে ওই কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে চুলা থেকে গরম পানি তার গায়ে ঢেলে দেন স্বামী সঞ্জিত কান্তি নাথ। এতে তার শরীরের পিট ও গলা ঝলসে যায়। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনামিকা দেব ও তার স্বজনরা জানান, ২০১৫ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তার বাবার বাড়ি থেকে সোনা গহনা বিক্রি করে স্বামীকে সিএনজি চালিত অটোরিকশা কিনে দেন। তারপরও বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। ওই দম্পতির ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে বলে তার স্বজনরা জানান। মৌলভীবাজার মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।