• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে রায়হান হত্যাকান্ড : আকবরসহ ৪ পুলিশ ক্লোজড, ৩জন প্রত্যাহার

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২০
সিলেটে রায়হান হত্যাকান্ড : আকবরসহ ৪ পুলিশ ক্লোজড, ৩জন প্রত্যাহার

বিবি এন নিউজ সিলেটঃ আলোচিত রায়হান হত্যাকান্ডের ঘটনায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড ও তিনজনকে প্রত্যাহার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

ক্লোজড হওয়া অন্য তিনজন হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস।

একই সাথে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হল, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেন

একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে সিলেট প্রতিদিনকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার।

এর আগে রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এ প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদি হয়ে সোমবার সিলেট কতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।