• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) ছাতক কমিটির অভিষেক

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) ছাতক কমিটির অভিষেক

filter: 107; fileterIntensity: 0.22; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

ছাতক প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) ছাতক উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)’র নব-নির্বাচিত সভাপতি খালেদুজ্জামানের সভাপতিত্বে ও বিএমবিএফ’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)’র সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক, সিলেট প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমএ হান্নান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)’র সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও সেন্ট্রাল অর্গানাইজার বাবু মনোরঞ্জন তালুকদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)’র সিলেট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সিলেট জেলা কমিটির অর্থ সম্পাদক ইব্রাহিম আলী, ছাতক উপজেলা কমিটির নব-নির্বাচিত সহ সভাপতি, ইউপি সদস্য হোসাইন আহমদ লনি, সাংবাদিক সাকির আমিন প্রমুখ।

পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।