filter: 107; fileterIntensity: 0.22; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
ছাতক প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জহির হোসেনের উপর মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, হাজী রউফ মিয়া, গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আফতাব উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ জহির উদ্দিন ও জাবেদ মিয়া প্রমুখ।
এসময় গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী, দিঘলি গ্রামের গন্যমান্য ব্যাক্তিসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন ঈদগাহ ও কবরস্থানের জন্য সরকারী ভুমি বন্দোবস্তের আবেদন করায় ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষ থেকে মিথ্যা চাঁদাবাজীর মামলা করা হয়েছে।
থানায় ওই মামলা দায়েরের পর বিক্ষুদ্ধ এলাকাবাসি শুরু থেকেই এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বক্তারা আরো বলেন, গোবিন্দগঞ্জ এলাকায় নানা অনিয়ম দুর্নীতি চলছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ইউএনও কে বাজারে নিয়ে এসে বিভিন্ন এলাকায় উচ্ছেদের নামে ভুমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও এসব বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি ভুমিখেকোদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।