• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানের শীষ নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক—বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
ধানের শীষ নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক—বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

ছাতক প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধানের শীষ শুধুমাত্র একটি নির্বাচনী প্রতীক নয়, এটি নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

এই প্রতীকের বিজয় মানে, গণতন্ত্রের পুনর্জাগরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিলো। ধানের শীষ মানে মুক্ত বাংলাদেশ, ধানের শীষ মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা।

 

তিনি আরো বলেন, বিবাহ’ জীবনচক্রের গুরুত্বপূর্ণ একটি ধাপ। একজন নারী ও একজন পুরুষের যৌথ জীবনের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার এটি। বিয়ের মাধ্যমে বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যে সেতুবন্ধন রচিত হয়, তা-ই বিয়ে।

 

সাহেদ আহমদের জীবনের আরেক নতুন অধ্যায় শুরু আজ। এই বিশেষ দিনে প্রার্থনা করি, তোমাদের জীবনে ভালোবাসা সুখ-শান্তি আসুক। তোমাদের হাসি-খুশি মুখ দেখে আমরা আনন্দ পাই। সারাজীবন যেন ভালোবাসায় ভরা থাকে তোমাদের জীবন।

 

সিলেট সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ আহমদের ছোট ভাই সাহেদ আহমদের বিয়েতে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা

খন্দকার আব্দুল মোক্তাদির।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সিলেটের জালালাবাদ থানার ইয়াসিন আলী কমিউনিটি সেন্টারে এঅনুষ্ঠান সম্পন্ন হয়।

 

অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট ১ আসনের মাটিও মানুষের নেতা খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামীম, সিলেট জেলা যুবদলের (১ম) সহ সাংগঠনিক সম্পাদক আলীউর রহমান আলী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

 

বিবাহ অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আগত নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দির্ঘায়ু কামনা করেন।