নিজস্ব প্রতিবেদকঃ সেচ্ছাসেবায় অনন্য,নরসিংপুর ইউনিয়ন ভিত্তিক সংগঠন Love For Life Society এর সেক্রেটারি নাফিউল আলম শিহাব ও সদস্য আশরাফ জাহিদ এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ❝লাভ ফর লাইফ সোসাইটি❞।
১২মে রবিবার বাদ মাগরিব নরসিংপুরবাজার প্যারাডাইজ একাডেমির অফিস কক্ষে কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে মোঃ সাজিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি, LFLS এর সম্মানিত সাধারণ সম্পাদক নাফিউল আলম শিহাব ও সদস্য আশরাফ জাহিদ।
এছাড়া উপস্থিত ছিলেন, শামিম আহমেদ, কাজি সাইদুল হাসান শাহান, মিলাদুল হাসান, হাঃ ইসলাম উদ্দিন, রেজাউল করিম আদনান, জাবের হোসেন, সেবুল মিয়া, আল আমিন, আলমগীর হোসেন প্রমুখ।
পরিশেষে, সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।