• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত‌কে ইমাম রাখাকে কেন্দ্র করে দুপ‌ক্ষের সংঘর্ঘে অর্ধশতাধিক আহত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪

ছাতক প্রতি‌নি‌ধি:

ছাত‌কে ইমাম রাখাকে কেন্দ্র করে দুপ‌ক্ষের ম‌ধ‌্যে সংঘর্ঘে অর্ধশতা‌ধিক লোক আহত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকা‌লে উপ‌জেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রা‌মে এঘটনা ঘ‌টেছে।

 

গুরুতর আহতবস্থায় ১০জনকে সিলেট এমএজি ওসমা‌নি মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ টহল রাখা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি শান্ত ব‌লে পু‌লিশ নি‌শ্চিত ক‌রে‌ছে।

 

স্থানীয় সুত্রে জানাযায়, কালারুকা ইউপি’র রাজাপুর গ্রা‌মের মসজিদে ইমাম রাখাকে কেন্দ্র করে গ্রামের জাকির হোসেন ও আজিম উদ্দিনের ম‌ধ‌্যে কথা কাটাকা‌টি হয়। এ বি‌রোধকে কেন্দ্র করে গ্রা‌মের দুপ‌ক্ষের ম‌ধ্যে ঘন্টা ব‌্যা‌পি সংঘর্ষ চলে। সংঘর্ষে দেশী অস্ত্র ইট পাথর লা‌ঠিসোটা ও কা‌চের বোতল দি‌য়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় উভয় প‌ক্ষের

অর্ধশতা‌ধিক লোকজন আহত হ‌য়ে‌ছেন। খবর পে‌য়ে থানা-পুলিশ, সেনাবাহিনী ও কালারুকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তাজ উদ্দিন ঘটনাস্থ‌লে পৌছে প‌রি‌স্থি‌তি‌ নিয়ন্ত্রন করেন।

 

গুরুতর আহত, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, আব্দুল হক, জা‌কির হোসেন, কাওসার আহমদ, আইন উদ্দিন, আবুল কালাম, আজিম উদ্দিন ও খু‌জেদা বেগমকে সি‌লেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। অনান্য আহত‌দের ছাতক ও কৈতক হাসপাতা‌লসহ বিভিন্ন ক্লিনিকে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।

 

থানার অফিসার ইনচার্জ (ও‌সি) গোলাম কিব‌রিয়া হাসান, ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ টহল জোরদার করা হ‌য়ে‌ছে। এমুহুর্তে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে।