• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাঙামাটিতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২১, ২০২৩
রাঙামাটিতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

দেশবাসী বিএনপি’র নৈরাজ্য সৃষ্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা-কর্মীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ
রাঙামাটিতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র উদ্যোগে পৌরসভা চত্বর থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা চৌমুহনীতে পৌঁছানোর পর শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী বিশাল শান্তি সমাবেশে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদর এমপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মতাব্বর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে দীপংকর তালুকদর এমপি বলেন, ইউরোপীয় ও আমেরিকার যে প্রতিনিধি দল দেশ এসেছে, তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলেছেন। আমরাও সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তারা যাদেরকে নালিশ করে ডেকে নিয়ে এসেছে তারাও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলেছে। তাদের কেউ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নাই। এমনকি তত্ত্বাবধায়ক সরকারেরও কথা বলেনি।

তিনি আরও বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। দেশের প্রত্যেক নাগরিককে সংবিধান মানতে হবে। আমাদেরও সাফ কথা, সংবিধানের বাইরে আমরা এক চুলও নড়ব না। এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারে অধীনেই নির্বাচন হবে। আওয়ামী লীগ মাঠে ঘাটে থাকা দল। রাজপথে নৈরাজ্য করলে এবার থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। বক্তব্যে তিনি গণ অধিকার পরিষদের নেতৃত্ব ও নেতৃবৃন্দের নিয়ে সমালোচনা করেন।

সমাবেশ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অংগসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।