• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগার উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৫, ২০২৩
রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগার উদ্বোধন

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটিতে মঙ্গলবার (০৪জুলাই) বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ’র দলীয় কার্যালয়’র দ্বিতীয় তলায় স্থাপিত এ কেন্দ্রটি উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, মো.রফিকুল মাওলা, বৃষকেতু চাকমা, হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, রফিক আহম্মদ তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার, রাঙামাটি জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: শাওয়াল উদ্দিন, মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলা লীগ সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র উদ্বোধনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারে বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রায় ৩ হাজার বই রয়েছে। এখান থেকে নিয়ম মেনে বই সংগ্রহ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।