• ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্র ও চিন থেকে এলো ৪৫লাখ ডোজ টিকা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২১
যুক্তরাষ্ট্র ও চিন থেকে এলো ৪৫লাখ ডোজ টিকা

বিবিএন ডেস্ক: দেশে এসেছে ৪৫ লাখ ডোজ টিকা। যুক্তরাষ্ট্র ও চীন থেকে চারটি ফ্লাইটে এই টিকা এসেছে। পূর্ব-নির্ধারিত সময়েই দেশ দুটি থেকে পাঠানো টিকাগুলো ঢাকায় এসে পৌঁছেছে। যার মধ্যে মডার্নার ২৫ লাখ ডোজ এবং সিনোফার্মের ২০ লাখ ডোজ।

শুক্রবার রাতে দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি ১৩ লাখ এবং চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আসে।

এরপর শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় দ্বিতীয় ধাপে সিনোফার্মের ১০ লাখ এবং সকাল পৌনে ৯টার দিকে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, দুই দফায় চারটি ফ্লাইটে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

এদিকে টিকার দুটি চালান বুঝে নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকার সঙ্কটে দেশে গণ টিকাদান কর্মসূচিতে ছন্দপতন হয়েছিল। এসব টিকা আসায় গণটিকাদান কর্মসূচি আবারও গতি পাবে।

আনুষ্ঠানিকভাবে টিকাগ্রহণের জন্য রাতে বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।