• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ ২৮টিম নিয়ে ঘর পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

bilatbanglanews.com
প্রকাশিত মে ৬, ২০২১
সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ ২৮টিম নিয়ে ঘর পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় শাল্লা উপজেলার ১ হাজার ৪শ ৩৫টি নির্মিত ঘর পরিদর্শন করলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফজলুল কবীর। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ৪টি ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীনদের  জন্য নির্মিত ঘরগুলোর কাজের হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য ২৮টি টিম গঠন করা হয়। এর মধ্যে ২৮টি টিমের বাহিরে ৪ জনকে প্রধান করে একটি তদারকি টিম গঠন করা হয়। তদারকি টিমের প্রধানরা হলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জসীম উদ্দিন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ, দক্ষিণ সুনামগঞ্জের নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মাী। এই তদারকি টিমকে নিয়ন্ত্রন করেছেন সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার ফজলুল করিম ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় তারা ভুক্তভোগীদের সাথে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এবং আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে কোনো প্রকার দুর্নীতি ধরা পরলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন। তবে ঘরের কাজের গুনগত মান নিয়ে এখনো কিছু বলেননি তারা। তদন্ত রিপোর্ট না দেয়া পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলতে রাজি নন তদারকি টিমের সদস্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন, জেলার অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী।